আবাদেরহাটে পিচের রাস্তায় মাটি সামান্য বৃষ্টিতে কাদায় পরিণত হয়। সেই কাদায় আছাড় খেয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন আগরদাড়ী ইউপি মেম্বর মজনুর রহমান।
বুধবার সকাল অনুমান সাড়ে ৮টার দিকে বৈকারী সড়কের আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বৈকারী সড়কের বাইপাস জামতলা মোড় হতে ভাদড়া মোড় পর্যন্ত বিভিন্ন এলাকার অলিগলি পিচের রাস্তা ও কাচা রাস্তায় প্রায় ৫০টি অবৈধ যান্ত্রিক মাটি বহনকারী ট্রাক্টর চলাচল করে। আর এই মাটি বহনকারী ট্রাক্টর থেকে মাটি পিচের রাস্তায় পড়ে। এতে রোদ হলে তা ধুলাবালিতে পরিণত হয় এবং বৃষ্টি হলে কাদায় পরিণত হয়। পিচের রাস্তায় কাদার পিছলে পড়ে এভাবে শুধু ইউপি মেম্বর নয়, প্রতিনিয়ত আহত হচ্ছে অনেকেই। তাছাড়া এসব ট্রাক্টর চালকদের নেই কোনো ড্রাইভিং লাইসেন্স। চালকদের ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে সড়কে প্রায় সময় দুর্ঘটনা ঘটে।
গত মঙ্গলবার রাতে হালকা বৃষ্টিতে আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানসহ রাস্তার বিভিন্ন স্থানে মাটি বহন ট্রাক্টর থেকে রাস্তার উপর মাটি পড়ে থাকায় পিচের রাস্তা চিত্র পাল্টে যায়। পিচের রাস্তা পরিণত হয় কাচা রাস্তায়। বুধবার সকালে আগরদাড়ী ৭নং ইউপি মেম্বর মজনুর রহমান তার পরিষদের কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আবাদেরহাটের চার রাস্তার মুখ নামক স্থানে পৌছলে মাটির কাদায় মোটরসাইকেলের চাকা পিছলে পড়ে যান। এতে তার ডান হাত ভেঙে যায় এবং তার শরীরে বিভিন্ন স্থানে আঘাত পায়।
স্থানীয় লোকজন ও গ্রাম পুলিশের সহযোগিতায় মেম্বরকে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নেওয়া হয়।
আগরদাড়ী ইউপি চেয়ারম্যান কবির হোসেন মিলন মাটি বহন অবৈধ যান্ত্রিক ট্রাক্টর বন্ধের জন্য জেলা প্রশাসকের কাছে জোর দাবি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]