ঝাউডাঙ্গা প্রতিনিধি : হত্যা, চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার মামলায় মিথ্যা সাক্ষ্য দেয়ার অভিযোগে ইয়ারব হোসেন নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে তাকে সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের তুজুলপুর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়ারব হোসেন সাতক্ষীরা জেলা কৃষক লীগের কৃষি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়াও অনলাইন নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ ‘সমাজের আলো’র সম্পাদক ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।
ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। পরবর্তী করণীয় প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, সাংবাদিক ইয়ারব হোসেন তৎকালীন বিরোধীদলীয় নেত্রী ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় তালা কলারোয়ার সাবেক এমপি, বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের ৭০ বছরের সাজা হয়েছিল। এ ছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়ারব হোসেন (৫০) ‘সমাজের আলো’ নামের ফেসবুক পেজের কর্ণধর ও মানবজমিন পত্রিকার সাতক্ষীরার সাবেক প্রতিনিধি। তুজলপুর গ্রামের বাড়ি থেকে মঙ্গলবার (৮এপ্রিল ২০২৫) দুপুরে জনতা আটক করে সেনাবাহিনী ও পুলিশের কাছে সোপর্দ করে।
প্রত্যক্ষদর্শী আব্দুল জব্বার লিটিলসহ একাধিক ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।
‘এ সুমাজ যাচ্চে কুতায়’ খ্যাত সাংবাদিক ইয়ারব হোসেন গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যর্ত্থানের পর থেকে আত্মগোপনে ছিলেন। তবে তার আলোচিত-সমালোচিত ‘সমাজের আলো’ ফেসবুক পেজ থেকে তিনি ও তার কয়েকজন সহযোগী নিয়মিত নানান গুজব খবর, পোস্ট, ছবি ও ভিডিও নিয়মিত আপলোড করে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]