সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় ৩০৯ ফুট ফুটপাত ও ৫২ ফুট কভার্ড ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশতি প্রধান অতিথি হিসেবে এ নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর রাবেয়া পারভীন, সাতক্ষীরা পৌরসভার সোস্যাল ডেভেলপমেন্ট অফিসার জিয়াউর রহমান, ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের ফিল্ড কো-অর্ডিনেটর ইউসুফ আলী, অফিসার অবকাঠামো উন্নয়ন মো. জাকির হোসেন, প্রোগ্রাম অর্গানাইজার রাশিদুল হাসান, সাতক্ষীরা পৌরসভার সহকারী প্রকৌশলী সাগর দেবনাথ, প্রতাপ সেন, অর্চনা মল্লিক, মোজাম্মেল হক প্রমুখ।
উল্লেখ্য, সাতক্ষীরা পৌরসভার ইটাগাছা পূর্বপাড়া অন্যতম ঘনবসতিপুর্ণ কলোনী। এখানকার জনসংখ্যা প্রায় ৯৮৬ জন। এটি অত্যন্ত জলবায়ু ঝুকিপুর্ণ এলাকা। এখানে বৃষ্টি হলেই মানুষের চলাচল দূরহ হয়ে পড়ে। কলোনীর জনগোষ্ঠির ঝুঁকি হ্রাসের জন্য ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর মাধ্যমে সিসি ঢালাই ফুটপাত ও কভার্ড ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এসময় ইটাগাছা পূর্বপাড়া সিডিও দল ও ইয়ুথ গ্রæপের সদস্য উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]