সাতক্ষীরায় এক প্রতারকের বিরুদ্ধে একাধিক সাধারণ মানুষের সাথে প্রতারনা করে টাকা নিয়ে গোপনে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। সদর উপজেলার ইন্দিরা গ্রামের মৃত গনেশ চন্দ্র দাসের ছেলে অসিত কুমারের বিরুদ্ধে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
এঘটনায় অসিত কুমারের বিরুদ্ধে জীফ জুডিশিয়াল ম্যাজিস্টেট আদালতে দুটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা জানান, সদর উপজেলার রামনগর এলাকার সুভল ঠাকুর তার পালিতো নাতনি অশোক মুখার্জির নামে জমি লিখে দেওয়ার তিন দিন আগেই তেতুলিয়া এলাকার দিলিপ নামে এক প্রতারককে সুভল ঠাকুর সাজিয়ে সুভল ঠাকুরের জমি জালিয়াতি রেষ্ট্রি করে নেয় প্রতারক অসিত কুমার দাস।
পরে ওই জমি অসিত কুমার বিক্রি করতে গেলে বিষয়টি নাতনি অশোক মুখার্জি জানতে পেরে অশোক মুখার্জি বাদি হয়ে সাতক্ষীরা আদালতে অসিত কুমার দাসের বিরুদ্ধে জালিয়াতি মামলা দায়ের করেন। মামলা নং সিআর নং ১০০০/২১। আবাদেরহাটের এক ব্যবসায়ী জানান, আবাদেরহাটে অসিত কুমার দাস ও অরবিন্দু কুমার মন্ডল পার্টনারের দুই জন দীর্ঘদিন ব্যবসা করে আসছিলাম। একপর্যায়ে ২১ সালে মাঝামাঝি দিকে অসিত কুমার দাস ধান ক্রয় নামে ধান না ক্রয় করে গোপনে গোপনে মোট ৩৬ লাখ টাকা দোকান থেকে হাতিয়ে নেয় প্রতারক অসিত কুমার দাস।
৩৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার বিষয়ে কয়েকবার শালিশ বৈঠক হয়। শালিস বৈঠকে টাকা দিতে শিকার করলেও বিভিন্ন তালবাহানা করতে থাকে। অবশেষে অসিত কুমার দাসের বিরুদ্ধে অরবিন্দু কুমার মন্ডল বাদি হয়ে সাতক্ষীরা আদালতে প্রতারনা ও টাকা আত্মসাতের মামলা দায়ের করেন। মামলা নং সিআর ১০৭০/২১। তবে মামলা দুটি আদালতে চলমান রয়েছে বলে মামলার বাদিরা জানান।
এছাড়াও অসিত কুমার দাসের বিরুদ্ধে এলাকার একাধিক সাধারণ মানুষের সাথে প্রতারনা করে টাকা হাতিয়ে নেওয়ার একাধিক অভিযোগ রয়েছে বলে ভুক্তভোগীরা জানান। ভুক্তভোগীরা আরো জানান, ইতোমধ্যে অসিত কুমার দাস তার নিজের জমি ও জালিয়াতি রেষ্ট্রি ক রা জমি গোপনে বিক্রি করে দিয়েছেন।
তবে অসিত কুমার দাসের জমি বিক্রি করা টাকাসহ সাধারণ মানুষের সাথে প্রতারনা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে হোন্ডি দাতাদের মাধ্যমে তিনি ভারতে পাচার করে দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানান। ইতোমধ্যে অসিত কুমার দাসের একমাত্র ছেলেকেও ভারতে পাঠিয়ে দিয়েছেন বলে ভুক্তভোগীরা জানান। এ ব্যাপারে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]