রুপালী ব্যাংক লিমিটেডের সাতক্ষীরা শহরের কদমতলা বাজার উপ-শাখা উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০ টায় কদমতলা বাজারস্থ ব্রীজ সংলগ্ন মিজান ট্রেডার্স এর প্রোঃ রফিকুল ইসলাম মার্কেটের দ্বিতীয় তলায় রুপালী ব্যাংক লিমিটেড এর কদমতলা বাজার উপ-শাখা উদ্বোধন করা হয়।
রুপালী ব্যাংক লিমিটেড এর শহরের কদমতলা বাজার উপ-শাখা উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রুপালী ব্যাংক লিঃ এর খুলনা বিভাগের প্রধান হেমান্ত কুমার দাস। রুপালী ব্যাংক লিঃ এর সাতক্ষীরা কর্পোরেট শাখার সিনিয়র অফিসার মুন মুন সাধুর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে রুপালী ব্যাংক লিঃ এর কদমতলা বাজার উপ-শাখা উদ্বোধন করেছেন, রুপালী ব্যাংক লিঃ এর চেয়ারম্যান পরিচালনা পর্ষদ কাজী ছানাউল হক।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুপালী ব্যাংক লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ জাহাঙ্গীর, খুলনা বিভাগের ডিজিএম নিজাম উদ্দীন, জোনাল ম্যানেজার হাবিবুর রহমান, এজিএম সেলিনা আক্তার, সাতক্ষীরা কর্পোরেট শাখার এজিএম প্রধান হামিদুল ইসলাম, কদমতলা বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নান, সহ সভাপতি নুরুল ইসলাম প্রমূখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]