রফিকুল আলম, সাতক্ষীরাঃ সাতক্ষীরার কদমতলা বাজারে জোহর থেকে এশার নামাজের প্রতি ওয়াক্তের আজানের পর নামাজের পূর্ব মুহুর্ত পর্যন্ত সকল ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে ব্যবসায়িক লেনদেন বন্ধ ঘোষনা করেছে অত্র বাজারের বাজার কমিটি।
শুক্রবার (১৯শে জানুয়ারি) মাগরিবের নামাজের পর কদমতলা বাজারের সকল ব্যবসায়ীদেরকে নিয়ে এক জরুরী সভায় ব্যবসায়ীদের সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহন করা যে, ২০শে জানুয়ারি হতে অত্র বাজারে জোহর থেকে এশার নামাজের প্রতি ওয়াক্তের আজানের পর নামাজের পূর্ব মুহুর্ত পর্যন্ত সকল প্রকার ব্যবসায়িক লেনদেন বন্ধ থাকবে।
তবে ভিন্ন ধর্মালম্বী বা কেউ নামাজে না গেলে তার উপর কোন প্রকার জোর-জবরদস্তি করা হবে না। তবে উক্ত সময়ের মধ্যে কোন ব্যবসায়িক লেনদেন করা যাবে না। উক্ত জরুরী সভায় বাজার কমিটির সভাপতি আব্দুল মান্নানসহ কমিটির অন্যন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিল।
এ বিষয়ে অত্র বাজারের গ্রাম ডাঃ হাসান সিদ্দীকির নিকট তার অনুভুতি জানতে চাইলে তিনি বলেন, এই সিদ্ধান্তটি খুবই একটি চমৎকার কাজ হয়েছে। কেননা, প্রত্যেক মুসলমানের জন্য নামাজ একটি অপরিহায্য ইবাদাত। আমরা শুধু নামে মুসলমান হলে হবে না, আল্লাহর নৈকাট্য লাভের জন্য নামাজ একটি গুরুত্ব মাধ্যম।
এর ফলে বাজারের মুসলিম ব্যবসায়ী ধার্মিক হয়ে উঠবে এবং তার ব্যবসায়িক কাজেও যথেষ্ট ইমানদারিত্বের পরিচয় দেবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]