রফিকুল আলম, সাতক্ষীরাঃ সাতক্ষীরা সদরের কদমতলা বাজারের পোল্ট্রির উচ্ছিষ্ট ,পলিথিন, বিস্কুট ও চিপসের প্যাকেটসহ অপচনশীল প্লাস্টিক বর্জ্যে দূষিত হচ্ছে প্রান সায়ের খাল। খালের ধারে ফেলা হচ্ছে এসব বর্জ্য। ফলে আস্তে আস্তে ভরাট হয়ে যাচ্ছে গুরুত্বপূর্ণ এই খালটি সাথে সাথে দূষিত হচ্ছে আশেপাশের পরিবেশ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কদমতলা বাজারের ময়লা, প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নেই। এ কারণে যার যার ইচ্ছেমতো যত্রতত্র ফেলছে ময়লা। পচনশীল ময়লার দুর্গন্ধে দূষিত হচ্ছে বাতাস। অপচনশীল প্লাস্টিক বর্জ্য বৃষ্টি ও বর্ষার পানির সঙ্গে নেমে যাচ্ছে খালে।
কদমতলা বাজারের ব্যবসায়ীদের অভিযোগ এই বাজারে কোন ডাস্টবিন না থাকায় বাধ্য হয়ে তারা তাদের নিত্যদিনের ময়লা-আবর্জনা খালের ধারে ফেলতে বাধ্য হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যবসায়ী বলেন, বাজারের ময়লা, প্লাস্টিক বর্জ্য ফেলার জন্য নির্ধারিত কোনো স্থান ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম নেই। এ কারণে যার যার ইচ্ছেমতো যত্রতত্র ফেলছে ময়লা। পচনশীল ময়লার দুর্গন্ধে দূষিত হচ্ছে বাতাস। অপচনশীল প্লাস্টিক বর্জ্য বৃষ্টি ও বর্ষার পানির সঙ্গে নেমে যাচ্ছে খাল ও নদীতে।
খালের ধারে খোলা আকাশের নিচে এভাবে ফেলা রাখা ময়লা ও বর্জ্যের দুর্গন্ধে পার্শ্ববর্তী দোকানে থাকা ও রাস্তা দিয়ে যাতায়াত করা কষ্টকর। মাঝেমধ্যে কাক ও কুকুর ময়লার অংশবিশেষ টেনে নিয়ে আসে বাজারে এতে নষ্ট হচ্ছে বাজারের পরিবেশ। দুর্গন্ধে বিপাকে পড়তে হয় ক্রেতা ও ব্যবসায়ীকে।
স্থানীয় বাজারের ব্যবসায়ীরা বলেন, এখানে ডাস্টবিন স্থাপন না করায় তাঁরা যত্রতত্র ময়লা ফেলছেন। তবে, ময়লার দুর্গন্ধে নিজেদেরই দোকানে থাকতে সমস্যা হয়। কদমতলা সদর উপজেলার গুরুত্বপূর্ণ বাজার হওয়ায় এখানে সকল শ্রেণির লোকজনের আসা যাওয়া হয়, তাদের কাছে অত্র বাজারের ব্যবসায়ীদের সম্মান ক্ষুন্ন হচ্ছে বলে মনে করেন ব্যবসায়ীরা। এ ব্যপারে বাজার কমিটি, পৌর কর্তৃপক্ষ, উপজেলা প্রশাসনসহ জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছেন ব্যবসায়ীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]