সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাটে শত কৃষককে সাথে নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিনা সরিষার মাঠ দিবস।
সাতক্ষীরা বিনা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে বুধবার (২৪ জানুয়ারি) বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ঝাপাঘাট গ্রামে নামক কৃষকদের নিয়ে স্বল্প জীবনকাল বিশিষ্ট অধিক ফলনশীল সরিষার জাত বিনাসরিষা-১১ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত ছিলেন, বিনার মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণের উপ-পরিচালক কৃষিবিদ মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক(শস্য) কৃষিবিদ ইকবাল আহমেদ, কলারোয়া উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খান মো: আবরারুর রহমান, বিনার বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমান ও মিলন কবির প্রমুখ।
অনুষ্ঠানে বিনা সরিষার গুনাগুন আলোচনার পাশাপাশি কৃষকের চাষাবাদ সংক্রান্ত সমস্যা শোনেন ও কৃষিভিত্তিক বিভিন্ন পরামর্শও প্রদান করেন বিনার কৃষি বিজ্ঞানীরা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]