সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৮দলীয় নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে পৌরমখার ১নং ওয়ার্ডের কাটিয়া ইয়াং স্টার আয়োজিত সংগঠনের সভাপতি রেজাউল হাসান টুটুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নাইট ক্রিকেট টুর্নান্টের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি।
ইয়াং স্টার আয়োজিত ৮দলীয় নকআউট নাইট ক্রিকেট টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. কায়ছারুজ্জামান হিমেল, কাটিয়া ফাড়ির ইনচার্জ মো. মিজানুর রহমান, ম্যারেজ রেজিস্ট্রার আব্দুর রাজ্জাক, মিল্টন, মো. আহাদ ও রিনকু প্রমুখ।
এসময় স্থানীয় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও ক্রিকেটপ্রেমি দর্শকরা উপস্থিত ছিলেন সমগ্র অনুষ্ঠান সঞ্চলানা করেন রোকুনুজ্জামান সুমন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]