সাতক্ষীরার কামারবায়সায় ভলিবল টুর্নামেন্টে সাতক্ষীরার ছয়ঘরিয়ার ভলিবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সাতক্ষীরার ঘোনা ভলিবল দল।
শনিবার (১৩ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরার বাশদহ ইউনিয়নের কামারবায়সায় ৮দলীয় দিনভর ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
কামারবায়সা যুব সংঘ আয়োজিত প্রথম খেলায় কাকডাঙ্গা ভলিবল দলকে হারিয়ে জয়লাভ করে ছয়ঘরিয়া।
দ্বিতীয় খেলায় কলারোয়া ভলিবল দলকে ২৫-১৩ ও ২৫-১৯পয়েন্টে হারিয়ে জয়লাভ করে সাতক্ষীরা ভলিবল দল।
৩য় খেলায় কামারবায়সা ভলিবল দলকে ২৫-১১ ও ২৫-১১পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ঘোনা ভলিবল দল।
৪র্থ খেলায় গোয়ালচাতর ভলিবল দলকে ২৫-২০ ও ২৫-১৮ পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ধুলিয়া ভলিবল দল।
১ম সেমিফাইনাল খেলায় সাতক্ষীরাকে ২৫-১৮ ও ২৫-২০পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ঘোনা ভলিবল দল।
২য় সেমিফাইনাল খেলায় ধুলিয়া বনাম ছয়ঘরিয়া ভলিবল দল প্রথম দুইটি গেম ১-১ সেটে সমতায় থাকে ৩য় গেম ২৫-২০পয়েন্টে ধুলিয়াকে হারিয়ে জয়লাভ করে ছয়ঘরিয়া ভলিবল দল।
ফাইনাল খেলায় ছয়ঘরিয়া ভলিবল দলকে ২৫-১৬ ও ২৪-১১পয়েন্টে হারিয়ে জয়লাভ করে ঘোনা ভলিবল দল
সেরা খেলোয়াড়ের পুরস্কার পান বিজয়ী দলের ৩নম্বর জার্সিধারী প্লেয়ার সেলিম।
খেলাটি পরিচালনা করেন মাসউদ পারভেজ মিলন।
বিপুল সংখ্যাক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন বাশদহ ইউনিয়নের চেয়ারম্যান এসএম মোশাররফ হোসেন। আরও উপস্থিত ছিলেন কলারোয়া নিউজের রিপোর্টার হাবিবুর রহমান রনি, কলারোয়ার ক্রিড়া সংগঠক রেজাউল করিম লাভলু, অবসর প্রাপ্ত পুলিশ সদশ্য মুজিবুল হক, ভলিবল রেফারি আরশাদ আলী, ভলিবল প্রেমী জাহাঙ্গীর, মেহেদী, রাজিব, তামিম, সিয়াম, সোহরাব, ওয়াজেদ, জিশান প্রমুখ
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে পাঁচ হাজার টাকা এবং রানার্সআপ দলকে দুই হাজার পাঁচশত টাকা পুরস্কার প্রদান করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]