সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে উপকূলীয় একহাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সুশীলনের আয়োজনে প্রতিবছরই এই আয়োজন করা হয়।
সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু বলেন, সমাজের কোন অংশকে আনন্দ বঞ্চিত করে উৎসব করাটার মধ্যে কোন স্বার্থকতা নেই। তাই সুশীলনের তাদের সাধ্য দিয়ে প্রতিবছরই উপকূলের সহস্রাধিক মানুষকে ঈদ উপহার সামগ্রী দিতে পেরে নিজেদেরকে স্বেচ্ছাসেবী হিসেবে গড়ে তুলতে চেষ্টা করে যাচ্ছে। উৎসব ছাড়াও সকল দুর্যোগে দুর্বিপাকে সাধারণ মানুষের পাশে থেকেছে তেত্রিশ বছর ধরে।
ঈদ উপহার প্রদানের এই অনাড়ম্বর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুশীলনের সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক গাজী আজিজুর রহমান।
অতিথি হিসেবে অংশগ্রহণ করেন, এস এম আতাউল হক দোলন এমপি, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সাংবাদিক আমিনা বিলকিস ময়না, সাইফুল বারী সফু, সুকুমার দাশ বাচ্চু প্রমুখ।
রবিবার বেলা ১১টা থেকে দিন ব্যাপী উপহার বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলনের পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু।
অনুষ্ঠানে চাল, ডাল, তেল, চিনি, সেমাই, আলু, পেয়াজ, রসুন, লবন, মুড়িসহ ১৩ পদের পণ্য দেয়া হয়। অধিকতর পিছিয়ে পড়াদের জন্য অর্থ উপহারও পৌছে দেয়া হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]