সাতক্ষীরার কালিগঞ্জে ৫০ বোতল ফেনসিডিলসহ শাহাদাত হোসেন (৩২) নামে মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
সে উপজেলার নলতা ইউনিয়নের মাগুরালি গ্রামের মৃত পিয়ার আলী মিস্ত্রির ছেলে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ নলতা (মোড়ল পাড়া) জনৈক জামশেদ কারিগরের বাড়ির সামনে চৌমুহনী মন্দির সংলগ্ন এলাকা থেকে শাহাদাত হোসেন কে ৫০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে কালিগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানার সহকারী উপ-পুলিশ পরিদর্শক জিল্লুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন, মামলা নাম্বার-১৯।’
‘আটক ব্যক্তিকে বুধবার (১২ মে) সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’
তিনি আরো বলেন, ‘কালিগঞ্জ থানা এলাকাকে সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং ও মাদকমুক্ত করতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]