সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতার কাশিবাটি মোড়ে সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই রবীন্দ্র মন্ডল (৫০) নামের একজন নিহত হয়েছে।
বুধবার সকাল ৭টার দিকে কাশিবাটি মোস্তাকের দোকানের সামনে ইঞ্জিনভ্যান ও মোটরসাইকেলের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রবীন্দ্র মন্ডল তারালী ইউনিয়নের তেতুলিয়া গ্রামের মৃত বসুদেব মন্ডলের ছেলে।
মোটরসাইকেল আরোহী নিহত রবীন্দ্র মন্ডলের সাথে থাকা মিঠুন (৩০) সহ ইঞ্জিনভ্যানের আহত আরো ২জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলে সকাল থেকে ব্যাপক লোকসমাগম হয়। এরপর বেলা ৯টার দিকে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
এসআই অপর্না রাণী সহ সঙ্গীয় ফোর্স নিহতের সকল তথ্য ও আলামত সংগ্রহ করে এবং লাশ পরিবারের কাছে হস্তান্তর করে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]