সাতক্ষীরার কালিগঞ্জ ও শ্যামনগরে কৃষকের ধান কেটে দিয়েছেন কৃষকলীগ নেতারা।
বৃহস্পতিবার সাতক্ষীরা জেলা কৃষকলীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীদের সাথে নিয়ে ধানকাটা উৎসবে অংশ নেন। চলতি বোরো মৌসুমে ‘কৃষক বাঁচাও, দেশ বাঁচাও, বাঁচাও কৃষক বাঁচাও দেশ, শেখ হাসিনার নির্দেশ’ ¯েøাগানে উদ্দীপ্ত হয়ে অসহায় কৃষকের ক্ষেতের ধান কেটে দিয়েছেন কৃষকলীগ নেতারা।
কালিগঞ্জ উপজেলার রতনপুর ইউনিয়নের পীরগাজন বিলে দরিদ্র কৃষক মো: ্আব্দুর রউফের লীজ নেওয়া দেড় বিঘা জমির পাকা ধান কেটে বিচালি বেঁধে বাড়িতে পৌছে দিয়েছেন কৃষকলীগের নেতারা।
কালিগঞ্জে ধানকাটা উৎসবে সভাপতিত্ব করেন উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রাজ্জাক। উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি এড: আল মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক সামছুজ্জামান জুয়েল, যুগ্ম-সম্পাদক শেখ হেদায়েতুল ইসলাম, কৃষক লীগ নেতা স ম সেলিম রেজা, বাবলুর রহমান, শেখ আব্দুল হালিম, আব্দুল মুহিত, ওবায়দুল ইসলাম, আনারুল ইসলাম, চৌধুরী বাবু, কালিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান মুকুলসহ ইউনিয়ন পর্যায়ের নেতারাও অংশ নেন।
একইভাবে শ্যামনগর উপজেলারনূরনগর ইউনিয়নে রামচন্দ্রপুর বিলে কৃষক শাহিনুর ও গোলাম মোস্তফার জমিতে ধান কাটেন কৃষকলীগ নেতারা। এসময় জেলা নেতৃবৃন্দের সাথে অংশ নেন শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আব্দুস সাত্তার, উপজেলা কৃষক লীগের সভাপতি এবিএম মঞ্জুর এলাহী, মীর শাহীনুর রহমান, আব্দুল জলিল প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]