সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলার সীমান্ত নদী কালিন্দী নদীতে মাছের পোনা ধরা বৃদ্ধ জেলে দুই দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের চাকদহা গ্রামের মৃত ফকির গাজীর ছেলে ফজলু গাজী (৬৫)।
মথুরেশপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম জানান, ফজলু গাজী মঙ্গলবার সকালে প্রতিদিনের মতো ভোর সকালে মাছের পোনা ধরার জন্য কালিন্দী নদীতে নিজস্ব নৌকা নদীর ভেড়ির ‘সাড়া’ থেকে ঠেলা দিয়ে নৌকা নামালে সেই নৌকা
ধরার জন্য সেও খরস্রোতা নদীর জোয়ারে নৌকা আটকাতে দ্রুত পিছু নেয়। কিন্তু সেই নৌকা থামাতে পারেনি একই সাথে নিজেকেও সামলাতে না পেরে বাঁচার জন্য আর্ত চিৎকার করতে থাকলেও সীমান্ত নদী হওয়ায় বিএসএফ’র ভয়ে নদীতে কেউ নামেনি।
চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ: হাকিম আরও জানান, বিএসএফ ও বিজিবি’র পতাকা বৈঠকের মাধ্যমে কালিন্দী নদীর ভারত পারের হিঙ্গলগঞ্জ থেকে উদ্ধার হওয়া ফজলু গাজীর নৌকাটি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে দুইপারেও নিখোঁজ জেলের সন্ধানে অভিযান চালাচ্ছে।
এ ব্যাপারে ১৭ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল হাসান হাফিজুল হক বলেন, ফজলু গাজী মুলত মিরগি রোগী ছিল। তিনি যেভাবে নদীতে নেমেছেন সেটা উচিত ছিল না। তাকে (জীবিত অথবা মৃত) উদ্ধারের জন্য দেবহাটার কুলিয়ার ইছামতি থেকে বঙ্গোপসাগর পর্যন্ত বিজিবি’র দৃষ্টি আছে। উদ্ধারের সব চেষ্টা অব্যাহত আছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]