সাতক্ষীরা শহরতলির কাশেমপুর মালিপাড়া এলাকায় ইজিবাইক চালকের গলাকাটা লাশ উদ্ধার হয়েছে।
নিহত ইজিবাইক চালক সালাহউদ্দিন আহমেদ(১৬)’র পিতা শাজাহান আলী ওরফে বাবু জানান, বাড়িতে কেউ না থাকার সুযোগে সাগর হোসেন তার বন্ধু সালাউদ্দিন আহমেদের ঘরে ঢোকে। এক পর্যায়ে সে তাকে ধারালো অস্ত্র দিয়ে জবাই করে হত্যা করে পালিয়ে যায়। বাড়িতে যেয়ে সাগর হোসেন তার বাবা শহিদুল ইসলামকে এ খবর জানায়। এবং শহীদুলের দেয়া খবরে তার ছেলের লাশ দেখতে পায় স্বজনরা।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শামসুল হক শামস বলেন, শনিবার দুুপুর আড়াইটার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পৌছায় পুলিশ। বর্তমানে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া হচ্ছে। কী কারণে হত্যাকান্ড তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
এঘটনায় সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]