সাতক্ষীরা বাইপাস সড়কের কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদে মাইকসেট চুরি হয়ে যাওয়ায় থানায় মামলা হয়েছে।
বুধবার (১৩ জুলাই) কাশেমপুর বাইপাস বায়তুন নুর জামে মসজিদ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সেলিম হোসেন বাদি হয়ে সাতক্ষীরা থানায় অজ্ঞাতনামা মামলা দায়ের করেছেন। উল্লেখ্য প্রতিদিনের ন্যায় ৬ জুলাই ভোর ৪ টার সময় সাতক্ষীরা বাইপাস সড়কের কাশেমপুর বাইপাস বায়তুন নূর জামে মসজিদের মুয়াজ্জিন শহিদুল ইসলাম ফজরের আযান দেওয়ার জন্য উক্ত মসজিদের উত্তর পাশে দরজার তালা খুলে মসজিদে ভিতরে যেয়ে দেখে মাইকসেট ও মাক্রোফন নেই। গত ৫ জুলাই হইতে ৬ জুলাই ভোর ৪ টার মধ্যে অজ্ঞাতনামা চোরেরা উক্ত মসজিদের পূর্ব পাশের গ্রীলের দরজা ভেঙে মসজিদের ভিতরে প্রবেশ করিয়া মাইকসেট, মাক্রোফোন ও দান বক্স তালা ভেঙ্গে টাকা চুরি করে নিয়ে যায়।
একপর্যায়ে অনেক খোজাখুজি করে না পাইয়ে মসজিদ কমিটি ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের পরামর্শে ১৩ জুলাই মসজিদ কমিটির যুগ্ন সাধারন সম্পাদক সেলিম হোসেন বাদি হয়ে সাতক্ষীরা থানায় অজ্ঞাতনামা চুরি মামলা দায়ের করেছেন। যার মামলা নং- ২২/২০২২ তারিখ। একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]