সাতক্ষীরা শহরের কুখরালীতে আশ্রায়ন প্রকল্পের ঘর পাওয়ার দাবিতে জেলা ভূমিহীন সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জুলাই) বিকালে কুখরালী ফুটবল মাঠ সংলগ্ন মোড়ে এ আলোচনা সভা সংগঠনের সদস্য সুফিয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা জেলা ভূমিহীন সমিতির সদস্য কেনা এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক হোসেন মাহমুদ ক্যাপ্টেন। এ সময় আব্দুর রশিদ, ইয়াছিন, রাবেয়া খাতুন, সুফিয়া খাতুন, সালেহা, রুবিনা প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ভূমির অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে মুজিব শতবর্ষে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রায়ন প্রকল্পের মাধ্যমে হতদরিদ্র ভূমিহীন সদস্যদের ঘর উপহার দেওয়ার প্রক্রিয়া চলমান রেখেছেন। এই প্রক্রিয়ায় জেলার ১ হাজার ৪৮৫ জন ঘর বরাদ্দ পেলেও এর বাইরে রয়েছে অগণিত হতদরিদ্র ভূমিহীন পরিবার। সেই পরিবারগুলোর সঠিক তালিকা প্রস্তুত করিয়া আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্দ দেওয়ার দাবি জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ইতিপূর্বে ঐ প্রকল্পের অধীনে যারা ঘর বরাদ্দ পেয়ে স্বাভাবিকভাবে বসবাস করছে তাদের অধিকাংশই বিত্তবান। যারা বরাবরই বরাদ্দকৃত ঘর পাওয়ার যোগ্য না। অথচ গুটিকয়েক ব্যক্তিকে ম্যানেজ করে প্রকল্পের অনিয়ম চলমান রেখেছেন প্রভাবশালী ব্যক্তিবর্গের ছত্রছায়ায় কথিত কিছু ভূমিহীন নামধারী নেতা। এমনকি ঐ নেতাদের বিরুদ্ধেও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। ওই নেতাদের কাছে আশ্রায়ন প্রকল্পের ঘর বরাদ্দ সহ সংশ্লিষ্ট বিষয়ে হতদরিদ্র ভূমিহীন পরিবারের সদস্যদের আর্থিক লেনদেন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান তারা।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]