সাতক্ষীরা জেলা পরিষদের পক্ষ থেকে সদরের কুশখালী ইউনিয়নের অসহায় শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ জানুয়ারী) দুপুরে কুশখালী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা পরিষদের সদস্য মো. মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলার সেরা করদাতা মো. আল ফেরদাউস আলফা, জেলা পরিষদের সদস্য শেখ আমজাদ হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এস.এম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, সাংগঠনিক সম্পাদক শেখ মনিরলæ হোসেন মাসুম, বৈকারী ইউপি চেয়ারম্যান মো. আসাদুজ্জামান অসলে প্রমুখ।
এসময় কুশখালী ইউনিয়নের ৫০০ অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ শেষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ’র আশু রোগ মুক্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এসময় জেলা পরিষদের সদস্য, কর্মকর্তা, দলীয় ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]