কেঁড়াগাছি (কলারোয়া) প্রতিনিধি : সাতক্ষীরা কুশখালি আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠে, আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ঘোনা ফুটবল একাদশ বনাম সাতক্ষীরার ভালুকা চাঁদপুর ফুটবল একাদশ পরস্পরের মুখোমুখি হয়।
টানটান উত্তেজনাপূর্ণ এই খেলায় ঘোনা ফুটবল একাদশ চার --দুই গোলে চাঁদপুর ফুটবল একাদশকে পরাজিত করে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় চ্যাম্পিয়ন দলকে ২০ হাজার টাকা প্রাইজ মানি এবং রানার্সআপ দল কে ১৫ হাজার টাকা প্রাইজ মানি প্রদান করা হয়। খেলাটি পরিচালনা করেন জাফরুল্লাহ খান চৌধুরী সামু তাকে সহযোগিতা করেন,একে আজাদ ও নাজমুল হুদা।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, সাবেক চেয়ারম্যান বি এম আবু রায়হান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএম আবুল বাশার, আসাদুজ্জামান মিন্টু ,মাস্টার রাশেদ আলী, আনোয়ার হোসেন ,কামরুল ইসলাম, মাওলানা আমিরুল ইসলাম, শাহিনুর রহমান শাহিন, আব্দুস সালাম বিশ্বাস, আমিনুর রহমান প্রমুখ। হেমন্তের এই পড়ন্ত বিকালে বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন।
ধারাভাষ্যে ছিলেন খায়রুজ্জামান ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]