
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হয়েছেন সাতক্ষীরার কৃতিসন্তান অ্যাডভোকেট মোঃ আক্তারুজ্জামান (আক্তার)। এরমধ্য দিয়ে তিনি দেশের সর্বোচ্চ আদালতে আইন পেশা পরিচালনার যোগ্যতা আনুষ্ঠানিকভাবে অর্জন করলেন।
অ্যাডভোকেট আক্তারুজ্জামান ২০১৬ সালে বিচারিক (জজ) আদালতে আইন পেশার সনদ লাভ করেন এবং ২০১৯ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। দীর্ঘদিন ধরে ফৌজদারি ও দেওয়ানী মামলায় সফলতার সঙ্গে কাজ করে আসার পর এবার তিনি আপিল বিভাগে আইন পরিচালনার অনুমতি পেলেন।
নিজের অর্জন প্রসঙ্গে অ্যাডভোকেট আক্তারুজ্জামান বলেন, “বাংলাদেশের সর্বোচ্চ আদালতে আইন পেশা পালন করা আমার জন্য এক বিশাল সম্মান। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও জনগণের আস্থা রক্ষায় সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে চাই।”
তার এই সাফল্যে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাতক্ষীরা জেলার মানুষ তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]