
রুহুল কুদ্দুস, ধুলিহর (সাতক্ষীরা): সাতক্ষীরার কোমরপুরে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে কোমরপুর যুব সংঘের আয়োজনে আট দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
কোমরপুর যুব সংঘের সভাপতি মাস্টার সাইফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলার সহকারী সেক্রেটারী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা জেলার নবনির্বাচিত সাধারন সম্পাদক প্রভাষক ওমর ফারুক।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাস্টার হাবিবুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুস সবুর,সাবেক সদর থানা টিম সদস্য ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধুলিহর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাস্টার আশরাফুজ্জামান খোকন, ইউনিয়ন আমীর মাওলানা আব্দুস সালাম, সেক্রেটারী রবিউল ইসলাম, ৮নং ধুলিহর ইউনিয়ন ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন মন্টু, সাবেক মেম্বর মাস্টার মহিদ, মাস্টার আব্দুস সালাম, কোমরপুর যুব সংঘ প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোজাম আলী খাঁ সহ আরো অনেকে।
প্রথম সেমি ফাইনাল খেলায় অংশগ্রহন করে আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের যুব কিশোর সংসদ একাদশ বনাম খুলনা জেলার কয়রা উপজেলার বাগালী আগোমনি স্পোটিং ক্লাব।
খেলায় যুব কিশোর সংসদ একাদশকে ট্রাইব্রেকারে ৪-৩ গোলে পরাজিত করে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে বাগালী আগোমনি যুব স্পোটিং ক্লাব।
খেলায় অসাধারন নৈপুন্য প্রদর্শন করেন জাহাঙ্গীর আলম ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন বাগালী আগোমনি স্পোটিল ক্লাবের সাদ্দাম,খেলার মাঠপরিচালকের দায়িত্বে ছিলেন জাহাঙ্গীর কবীর, আবু ওয়াহিদ, মনিরুজ্জামান মনির।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]