ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা মাঝের পাড়ায় নব-নির্মিত সার্বজনীন দূর্গা মন্দিরের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টায় লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা মাঝের পাড়ায় লাবসা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আলীম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ নতুন সার্বজনীন দূর্গা মন্দিরের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল, লাবসা ইউনিয়নের ইউপি সদস্য মো. আবু সাঈদ, মহিলা ইউপি সদস্য মাসুদা খাতুন, খেজুরডাঙ্গা মাঝের পাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি শংকর কুমার সরকার, সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র সরকার, কোষাধ্যক্ষ দিপংকর বাছাড় প্রমুখ।
সদরের ১৩নং লাবসা ইউনিয়নের খেজুরডাঙ্গা মাঝের পাড়ায় এলাকাবাসীর নিজস্ব উদ্যোগে ২লক্ষ ৫০ হাজার টাকা ব্যয়ে এ নব-নির্মিত সার্বজনীন দূর্গা মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় দলীয় নেতৃবৃন্দ, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]