নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনায় মধ্য দিয়ে সাতক্ষীরা পৌরসভার চালতেতলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) চালতেতলা বাজারস্থ হাজী সোহারাব আলী মসজিদ মার্কেটে বেলা ১২টা হতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ভোটাররা বিরতিহীনভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করে। উক্ত নির্বাচনে ২০০ ভোটারের মধ্যে ১৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
ভোট গণনা শেষে রাত সাড়ে ৮ টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার শিক্ষক মোঃ নজিবুল ইসলাম। উক্ত নির্বাচনে সভাপতি পদে মোটরসাইকেল প্রতীক নিয়ে এড. এমএ হাসান ১০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ আসাদুর রহমান চেয়ার প্রতীক নিয়ে ৬৮ ভোট পেয়েছেন, সহ সভাপতি পদে যথাক্রমে ইসমাইল আম প্রতিক নিয়ে ১২৯ ভোট এবং মোঃ মনির উদ্দিন কাঁঠাল পথিক নিয়ে ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
তাদের প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ বদরুজ্জামান আনারস প্রতীকে পেয়েছেন ৪৯ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ আব্দুল হাকিম হরিণ প্রতীকে ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী ডাঃ মোঃ মহিনুর ইসলাম বাঘ প্রতীকে পেয়েছেন ৭২ ভোট।
এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে আব্দুল আলীম সরদার, অর্থ সম্পাদক পদে ডাঃ শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নুর ইসলাম, দপ্তর সম্পাদক পদে মোঃ জাহিদ হাসান দিপু, সদস্য পদে আব্দুর রহমান কচি ও মারকুস গাইন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক মোঃ রুস্তম আলী, মোঃ শাহ আলম হোসেন, সাইদুল ইসলাম।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]