সাতক্ষীরা সদর উপজেলার চুপড়িয়া ফুটবল ৪দলীয় টুর্নামেন্টে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার সকাল থেকে দিন ব্যাপি চুপড়িয়া ফুটবল মাঠে স্থানীয় যুব কমিটির আয়োজনে ওই ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বিকেলে ফাইনাল খেলায় স্বাগতিক ও লাবসা পরস্পরের মোকাবেলা করে। খেলায় নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকে। পরে সরাসরি টাইব্রেকারে ৪-৩ গোলে লাবসাকে হারিয়ে স্বাগতিকরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রেফারি দায়িত্ব পালন করেন জাফরুল খান চৌধুরী সামু। তাকে সহযোগিতা করেন হাফিজুল ইসলাম হাফিজ ও একরামুল হোসেন জনি।
অসংখ্য দর্শক খেলাটি উপভোগ করেন।
খেলায় চ্যাম্পিয়ন দলকে ৫হাজার টাকা ও রানার্সআপ দলকে ২হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়।
পুরস্কার বিতরণ করেন আগরদাঁড়ি ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান কবির হোসেন মিলন, ইউপি সদস্য হুমায়ুন কবির মুকুল, সাইদুজ্জামান, আবু জাফর, আব্দুল বারী প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]