সাতক্ষীরার ঝাউডাঙ্গা হাজী কল্যাণ পরিষদের আয়োজনে আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ এপ্রিল) সাকাল ১০টায় সাতক্ষীরা সদর উপজেলার ওয়ারিয়া বাইতুন নূর জামে মসজিদ প্রাঙ্গনে অত্র এলাকার হাজীদের নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাজী কল্যাণ পরিষদের সভাপতি আলহাজ্ব প্রফেসর আব্দুর রহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব ডাক্তার আবুল কালাম বাবলা।
এছাড়াও উপস্থিত ছিলেন আলহাজ্ব মাওঃ আব্দুল বারী, আলহাজ্ব প্রফেসর আবু নওসর, আলহাজ্ব মহিউদ্দীন বাবলু, আলহাজ্ব মাওঃ আব্দুল আজিজ, আলহাজ্ব আকবর আলী, আলহাজ্ব আজহারুল ইসলাম, আলহাজ্ব মোহাম্মদ আলী, আলহাজ্ব মাওঃ আব্দুর রশীদ, আলহাজ্ব মাওঃ গোলাম রসুল, আলহাজ্ব প্রফেসর মতিউর রহমান প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে প্রয়াত হাজীদের বিদেহী আত্মার মাগফিরাত ও অসুস্থদের সুস্থতা কামনা এবং হাজী কল্যাণ পরিষদের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]