সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বিনামূ্ল্যে চোখের চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
স্বদেশ সংস্থার উদ্যোগে এবং সেবামুলক সংস্থা সাইট সেভার্স এরসহযোগীতায় মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) দিনভর ঝাউডাঙ্গা জোড়ামন্দির সরকারি প্রাথমিক স্কুলে খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালের বাস্তবায়নে ১০০ এর অধিক দারিদ্র দলিত ও অনগ্রসর মানুষের বিনামূল্যে ছানি অপারেশন, চক্ষু চিকিৎসা, সেবা, ঔষধ ও চষমা বিতরণসহ চিকিৎসা পরামর্শ দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা বিএনএনবি চক্ষু হাসপাতালের পক্ষে এসিস্টেন্ট সার্জন ডাক্তার সৌরভ কুমার, ইনক্লুশন অফিসার আলিমুর রেজা, ক্যাম্প এসিস্টান্ট রানা খান, চশমা পরীক্ষক আসাদুজ্জামান, সৃজনী সংস্থার জয় সরদার, স্বদেশ সংস্থার নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত প্রমুখ।
এসময় উপস্থিত চিকিৎসা প্রার্থীদের জন্য চলমান সেবা অব্যাহত রাখতে আয়োজক সংস্থাগুলোর প্রতি অনুরোধ জানিয়ে সাইট সেভার্স, খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতাল, স্বদেশ স্মার্ট হেলথ কেয়ার এবং স্থানীয় সামাজিক সংগঠন সমুহ কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]