সাতক্ষীরার ঝাউডাঙ্গায় বিজিবি'র বিশেষ ক্যাম্পের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ঝাউডাংগা বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নায়েক মোঃ বাবুল হোসেন এর নেতৃত্বে একটি টহল দল ঝাউডাংগা চেক পোষ্টে যাত্রাবাহী ভ্যান তল্লাশী করে উক্ত মাদক আটক করেন।
গ্রেপ্তারকৃতের নাম মোঃ সাইফুল ইসলাম (৩৩)। সে কলারোয়ার বাকশা গ্রামের মৃত আমির আলী সরদারের ছেলে।
আটক ইয়াবার মূল্য ৪০ হাজার টাকা।
বিজিবি সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার উক্ত তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র: পত্রদূত
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]