সাতক্ষীরার সদরের ঝাউডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় সাতক্ষীরার ভাদড়া ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়ে জয়লাভ করেছে সাতক্ষীরার কুখরালির স্টার স্পোটিং ক্লাব।
শুক্রবার (৪ডিসেম্বর) বিকালে ঝাউডাঙ্গার হাইস্কুল মাঠে সরদার এ মজিদ স্মৃতি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলায় নির্দ্ধারিত সময়ে কুখরালি স্টার স্পোটিং ক্লাবের ৭নম্বর জার্সীধারি খেলোয়াড় হাদিছুর একমাত্র বিজয় সুচক গোলটি করেন।
খেলাটি পরিচালনা করেন জাফরুনখান চৌধুরী শামু। তাকে সহযোগিতা করেন নাজমুল হুদা খোকন ও হাসনাত জামান।
ধারাভার্ষে ছিলেন ইকবাল হোসেন ও খাইরুজ্জামান।
শনিবার (৫ডিসেম্বর) বিকালে একই মাঠে প্রথম রাউন্ডের ৪র্থ খেলায় কলারোয়ার কয়লা প্রগতী সংঘ বনাম ঝাউডাঙ্গা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফুটবল দল পরস্পর মোকাবেলা করবে বলে আয়োজক কমিটি জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]