এস এম আব্দুল্লাহ, ঝাউডাঙ্গা (সাতক্ষীরা) : দীর্ঘ ১৪ বছর পর আসন্ন ১ ফেব্রুয়ারি ঝাউডাঙ্গা বাজার কমিটি নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে ঝাউডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ খলিলুর রহমান সকল প্রার্থী ও সমর্থকদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ সম্পন্ন করেন।
সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী একই প্রতীক চাওয়ায় তাদের মধ্যে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা বাজার বাস্তবায়ন কমিটি ও নির্বাচন পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ।
এবারের নির্বাচনে সভাপতি পদে ৩, সহ-সভাপতি পদে ৪, সাধারণ সম্পাদক পদে ৫, সহ-সাধারণ সম্পাদক পদে ৩, সাংগঠনিক ২, কোষাধ্যক্ষ পদে ২, দপ্তর সম্পাদক পদে ১, ক্রিয়া সম্পাদ ২, প্রচার সম্পাদক ২, সদস্য পদে ১১জন সহ মোট ৩৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এর মধ্যে দপ্তর সম্পাদক পদে ডাঃ আবু হাসান বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।
এর আগে ২৮ ডিসেম্বর ২০২৪ শনিবার ঝাউডাঙ্গা বাজারের সকল ব্যবসায়ীদের সম্মুখে অন্তর্বর্তীকালীন ঝাউডাঙ্গা বাজার কমিটির আহবায়ক অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুল মজিদ উপস্থিত হয়ে এই তফসীল ঘোষণা করেন।
বাজারের কম্পিউটার ব্যবসায়ী এস.এম আব্দুল্লাহ বলেন, যারা ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে আমরা তাদেরই ভোট দেবো। এমন কথাই জানিয়েছেন সাধারণ ভোটারগণ।
প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছি।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]