বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের
উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন ডিবি ইউনাইটেড হাইস্কুলে ৩দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড
প্রশিক্ষণ’র সমাপনী ও প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুর ডিবি ইউনাইটেড হাইস্কুলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বঙ্গবন্ধু পরিষদ সাতক্ষীরা পৌর শাখার সভাপতি মো. মমিনুর রহমান মুকুল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র।
এসময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের দায়িত্বরত ডিবি ইউনাইটেড হাইস্কুলের সহকারি শিক্ষক সুকুমার রায়, সাতক্ষীরার রেড ক্রিসেন্ট ইউনিটের অফিসার মো.
হাসিবুল ইসলাম সোহান, যুব প্রধান মোহাম্মদ ইলিয়াস হোসেন, প্রশিক্ষক হুমায়রা ফারজানা, ইকবাল কাদরী, সৈয়দ তৌফিক আহমেদসহ ডিবি ইউনাইটেড হাইস্কুলের শিক্ষক ও সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিট ট্রেনিং
ডিপার্টমেন্ট’র সদস্যরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সাতক্ষীরা ইউনিটের উদ্যোগে সহশিক্ষা কার্যক্রম হিসেবে সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের আওতাধীন ডিবি ইউনাইটেড হাইস্কুলে ৩দিন ব্যাপী আরসিআরসি বেসিক ও ফাস্ট এইড প্রশিক্ষণে ৫৩ জন শিক্ষার্থী প্রশিক্ষণে অংশ নেয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]