মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরার সদর উপজেলার ধুলিহর ব্রহ্মরাজপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি ব্যাচ ১৯৯৭ এর ঈদ পুনর্মিলনী ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ এপ্রিল) সকাল ৯ অনুষ্ঠানটি শুরু হয় ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।
অনুষ্ঠানের সকলে মিলে ফটো সেশন, কেক কাটা রাফেল ড্র, ও বালিশ খেলা,সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়।
দুপুরে খাওয়া-দাওয়া পর, এক সংস্কৃতি অনুষ্ঠান উপভোগ করা হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এসএসসি ১৯৯৭ সালের তাকদীর আহসান রুবেল, আব্দুল হাই সিদ্দিকী, শাহিনুর রহমান, মিজানুর রহমান, ঝন্টু সাধু, অমিতাভ পাল, মফিজুল ইসলাম, মুজাহিদুল ইসলাম, আকবর আলি, হুমায়ূন কবির, জামাল উদ্দিন, আব্দুল হাকিম, প্রমুখ।
এসময় পিছনের অনাগত স্মৃতিতে অবিচল, আমরা বন্ধুত্বের বন্ধনে অনন্যা, এই স্লোগানকে সামনে রেখে, এসএসসি ব্যাচ ১৯৯৭ দীর্ঘ ২৮ বছর পর এই ঈদ পুণর্মিলনী ও মিলন মেলার আয়োজন করা হয়।
বন্ধুত্বের বন্ধনে অটুট থাকুক চিরকাল সবার জীবন আনন্দ ও ভালবাসায় স্মৃতি হয়ে থাক সকলের জীবনে এমন প্রত্যাশা ব্যক্ত করেন সকল বন্ধুরা।
অনুষ্ঠানটি সকলের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এবং সকলেই ইচ্ছা পোষণ করেন ভবিষ্যতে যাতে এর থেকে আরো ভালো অনুষ্ঠান করা যায়। সেজন্য সকলের সহযোগিতা ও ভালোবাসা প্রয়োজন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]