যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে জাতীয় গণহত্যা দিবস পালিত হয়েছে। ২৫ মার্চ, শনিবার সকাল দশটায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।
কর্মসূচির মধ্যে ছিল সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন, নীরবতা পালন, আলোচনা সভা, কবিতা আবৃত্তি, সকল শহিদের আত্মার শান্তি কামনায় দোয়া ও প্রার্থনা। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা স ম শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকল কর্মসূচিতে অংশ নেন।
আলোচনা সভায় তিনি একাত্তরের ২৫ মার্চ সেই ভয়াল রাতের স্মৃতিচারণ করেন। সহকারী শিক্ষক এসএম শহীদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য মোঃ আব্দুল হামিদ বাবু, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মোঃ নজিবুল ইসলাম, শিক্ষক মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম, শামীমা আক্তার, ভানুবতী সরকার, খালেদা খাতুন, গীতা রাণী সাহা, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, মৃনাল কুমার বিশ্বাস প্রমুখ। স্বরচিত কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী কমলিকা ঘোষ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]