নিজস্ব প্রতিনিধি: ‘কাঙ্খিত শিক্ষা পেতে যেমন শিক্ষক চাই, শিক্ষক সংকট ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ চাই’ -এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৩।
দিবসটি উপলক্ষে কেক কাটা, স্বরচিত কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে স্কুলের হলরুমে প্রধান শিক্ষক মো. এমাদুল ইসলাম দুলুর সভাপতিত্বে প্রথমে স্কুলের শিক্ষক-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময় করে শিক্ষার্থীদের সাথে নিয়ে কেক কাটা হয়।
এরপর স্বরচিত কবিতা আবৃত্তি করেন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, শিক্ষক প্রতিনিধি মো. নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মো. হাফিজুল ইসলাম, কনক কুমার ঘোষ, অরুণ কুমার মন্ডল, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, মৃণাল কুমার বিশ্বাস প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষা জাতীয়করণের ন্যায়ভিত্তিক দাবি তুলে ধরেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]