সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডি. বি) মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিনম্র শ্রদ্ধায় যথাযোগ্য মর্যাদায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস-২০২৪ উপলক্ষে নানা কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উপলক্ষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভাষা শহিদদের স্মরণে একমিনিট নিরবতা পালন, শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংগীতের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত অবস্থায় উত্তোলন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ এমাদুল ইসলামের সভপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডল, সহকারী শিক্ষক মোঃ নজিবুল ইসলাম, শামীমা আক্তার, মোঃ হাফিজু্ল ইসলাম, গীতা রানী সাহা, খালেদা খাতুন, আজহারুল ইসলাম, অরুন কুমার মন্ডল, কনক কুমার ঘোষ, দেবব্রত ঘোষ, ভানুবতী সরকার, আসমাতারা জাহান, মৃনাল কুমার বিশ্বাস, হারুন অর রশিদ, ভৈরব চন্দ্র পাল, অভিভাবক সদস্য রবিন্দ্র কর্মকার, গোলোক চন্দ্র চক্রবর্তী, শরিফা খাতুন প্রমুখ। সহকারী শিক্ষক এসএম শহীদু্ল ইসলামের পরিচালানায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ফারজানা ফায়িজা, দীপ্তি মন্ডল, খুশি দেবনাথ, সাদিয়া সুলতানা মিম, লামিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের শ্রদ্ধার ফুলে ভরে যায় স্মৃতির মিনার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]