সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস.এম
মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ- এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তার।
শনিবার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার স্বাক্ষরিত এক শোক বিবৃতিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক জ্ঞাপন করেন তিনি। একইসাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, গত বৃহষ্পতিবার দুপুর ২ টা ২০ মিনিটে ঢাকার সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের পিতা বীর মুক্তিযোদ্ধা
আব্দুর রশিদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]