সাতক্ষীরা সদরের এক নম্বর বাঁশদহা ইউনিয়নের তলুইগাছা চৌরঙ্গী বাজারে রাহুল এন্টারপ্রাইজে খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত হত দরিদ্রদের জন্য স্বল্প মূল্যে খাদ্যশস্য বিতরণ তথা ১০ টাকা কেজি দরের চাল বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্বল্পমুল্যে খাদ্যশস্য বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ১নং বাঁশদহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মোশারাফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন মেম্বার আব্দুস সামাদ, সাবেক মেম্বার আব্দুর রহিম, তলুইগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মোছা. খোদেজা খাতুন প্রমূখ।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্র জানায়, প্রধানমন্ত্রীর নির্দেশে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। তারই ধারাবাহিকতায় তলুইগাছা বাজারে রাহুল এন্টারপ্রাইজে ৫৯৬টি কার্ডধারী গরিব অসহায় দুস্থ পরিবারের মাঝে চাল বিক্রি করা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]