সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে ৩ কেজি গাঁজা ও ১২ কেজি ইলিশ মাছ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি )সদস্যরা।
বুধবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে বারোটার দিকে নায়েক সুবেদার আঃ ছবুরের নেতৃত্বে টহলরত অবস্থায় তলুইগাছা সীমান্তের চারাবাড়ি সোনাই নদীর পাশ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
অন্যদিকে সাতক্ষীরা সদরের বাঁশদহ ইউনিয়নের গড়িয়াডাঙ্গা ব্রিজের পাশ থেকে, দুপুর দেড়টার দিকে ১২ কেজি ইলিশ মাছ ভারতে পাচার করার সময় জব্দ করে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা।
উভয় ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তলুইগাছা বিওপির নায়েক সুবেদার আব্দুস সবুর।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]