গাজী হাবিব, সাতক্ষীরা: সাতক্ষীরার তালা উপজেলায় কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ ব্যবহার করে পরিবেশ দূষণকারী দুইটি ইটভাটার বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক, পিবিজিএম, পিএসসি, জি-এর সার্বিক নির্দেশনায় আলাদীপুর ও জাতপুর এলাকায় এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার কিছু ইটভাটায় কয়লার পরিবর্তে জ্বালানী কাঠ ব্যবহার করে ইট তৈরি করা হচ্ছে, যা পরিবেশের মারাত্মক ক্ষতি করছে। এরই প্রেক্ষিতে বিজিবি, পরিবেশ অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান। এ সময় বিজিবির পক্ষ থেকে সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুমের নেতৃত্বে ১৫ জন সদস্য, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. আশরাফ আলীসহ তিনজন প্রতিনিধি এবং পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযান চলাকালে পরিবেশ দূষণ ও আইন লঙ্ঘনের দায়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬ ধারায় ভাটা মালিক সাধন পাল ও সঞ্জয় পালকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে স্থানীয়রা বিজিবির এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়ে বলেন, পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় বিজিবির এ উদ্যোগ প্রশংসনীয়। তারা ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখার আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]