সেলিম হায়দার, তালা: সাতক্ষীরার তালায় আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপন অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে সংশ্লিষ্ট অফিস চত্বরে বৃক্ষরোপন অভিযান অনুষ্ঠিত হয়।
এ সময় সদস্যদের মাঝে তিন শতাধিক বনজ, ফলদ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
বৃক্ষরোপন উদ্বোধন ও চারা বিতরণ কর্মসূচির সভাপতিত্ব করেন তালা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহমিনা খাতুন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মিয়াজান আলী।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষিকা শিরিনা খাতুন, উপজেলা কোম্পানী কমান্ডার গফুর সরদার, মহিলা আনসার প্লাটুন কমান্ডারসহ তালা উপজেলার ১২টি ইউনিয়নের দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]