সোমবার (২০ সেপ্টেম্বর) সাতক্ষীরা জেলার তালা ও কলারোয়া উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচনে বেসরকারি ফলাফলে বিজয়ী চেয়ারম্যানরা হলেন-
কলারোয়া উপজেলা (১০টি ইউনিয়ন):
সাতক্ষীরার কলারোয়ার যুগিখালী ইউনিয়নে মো: রবিউল হাসান (নৌকা), জালালাবাদ ইউনিয়নে মাহাফুজু রহমান নিশান (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী), কয়লায় শেখ সোহেল রানা (স্বতন্ত্র), লাঙ্গলঝাড়ায় অধ্যাপক এম এ কালাম (নৌকা), সোনাবাড়িয়ায় বেনজির আহমেদ (নৌকা), চন্দনপুরে ডালিম হোসেন (স্বতন্ত্র, আ.লগি বিদ্রোহী), হেলাতলায় মো: মোয়াজ্জেম হোসেন (স্বতন্ত্র), জয়নাগর ইউনিয়নে বিশাখা তপন সাহা (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী), দেয়াড়া ইউনিয়নে মাাবুবুর রহমান (নৌকা), কেঁড়াগাছি ইউনিয়নে আফজাল হোসেন হাবিল ৮টি কেন্দ্রে এগিয়ে, ১টি কেন্দ্র স্থগিত (স্বতন্ত্র, আ.লীগ বিদ্রোহী)।
তালা উপজেলা (১১টি ইউনিয়ন) :
তালার ধানদিয়া ইউনিয়নে মো: জাহাঙ্গীর আলম (স্বতন্ত্র, বিএনপি সমর্থিত), নগরঘাটায় কামরুজ্জামান লিপু (নৌকা), ইসলামকাটিতে অধ্যাপক গোলাম ফারুক (স্বতন্ত্র, জামায়াত সমর্থিত), খলিলনগরে প্রভাষক প্রনব ঘোষ বাবলু (নৌকা), তালা সদর ইউনিয়নে সরদার জাকির হোসেন (নৌকা), তেঁতুলিয়ায় আবুল কালাম আজাদ (নৌকা), মাগুরায় গনেশ চন্দ্র দেবনাথ (নৌকা), খেসরায় কামরুল ইসলাম লাল্টু (স্বতন্ত্র, আ.লীগ), খলিষখালীতে সাবির হোসেন (হাতুড়ি), জালালপুরে এম মফিজুল হক লিটু (স্বতন্ত্র, বিএনপি সমর্থিত), সরুলিয়া ইউনিয়নে আব্দুল হাই মাস্টার (স্বতন্ত্র, আ’লীগ)।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]