সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ত্রিশমাইল সংলগ্ন পাম্পের সামনের রাস্তায় ট্রাক ও মটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়ে পাচপাড়া গ্রামের আব্দুল লতিফ গাজীর ছেলে ইমরান হোসেন (২১) নামে একজন ঘটনাস্থলেই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মোটরসাইকেলে থাকা অপর ব্যক্তি আসাদুল নামের এক ভ্যান চালক মারাত্মক আহত হয়েছেন।
বুধবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে পাচটা থেকে ৬টার মাঝামাঝি সময়ে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী মফিজুল ইসলাম ও মঈনূল আমিন মিঠু জানান, পেট্রোল পাম্প থেকে পেট্রোল ক্রয় করে ইমরান হোসেন ও অপর একজন মূল সড়কে উঠছিল। এমন মুহূর্তে সাতক্ষীরা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। ধাক্কায় মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে দুইজনই। ইমরান হোসেন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নিহত হয়। আরেকজনকে গুরুতর আহত অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত ইমরান হোসেন মোটর সাইকেল আরোহী ছিলেন।
এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। আটক ট্রাক চালক গোলাম মাহবুব টুটুল (৫০) বগুড়া জেলা সদরের কুলবাড়ি দক্ষিন হাজীপাড়া এলাকার মৃত. আব্দুর রহিমের ছেলে।
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ বলেন, এ ঘটনায় ট্রাক চালক ও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]