জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজেলার আলীপুর ইউনিয়নের দক্ষিণ আলীপুর কমিউনিটি ক্লিনিকে ব্রেকিং দ্য সাইলেন্সে'র উদ্যোগে অক্সফাম বাংলাদেশের সহযোগিতায় "নারী ও কিশোরীদের স্বাস্থ্য এবং সুরক্ষা" প্রকল্পের আওতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩জুন) দক্ষিণ ফিংড়ি ঋষিপাড়া কমিউনিটি ক্লিনিক ফ্রি মেডিকেল ক্যাম্প সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। আলীপুর ইউনিয়নের দাস, ঋষি, পাড়ুই সম্প্রদায় সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দেড় শতাধিক নারী ও কিশোরীকে দিনব্যাপী এ ক্যাম্পে অভিজ্ঞ ডাক্তার দ্বারা স্বাস্থ্য সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্দেশ্য হল কমিউনিটির নারী ও কিশোরীদের স্বাস্থ্য সেবা প্রদান করা। ব্যক্তিগত ও প্রজনন স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। কমিউনিটির নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি করা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা করেন, আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রউফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কর্মকতা ডা. মো. ফরহাদ জামিল, মাহমুদপুর গার্লস কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র শীল, ইউপি সচিব মো. শরিফুল ইসলাম, ইউপি সদস্য ও দক্ষিণ আলীপুর কমিউনিটি ক্লিনিকের সভাপতি মো. আফতাবুজ্জামান, স্বাস্থ্য সহকারি মো. আব্দুর রহমান, আলীপুর ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার মোছা. রেবেকা পারভীন, পরিবার কল্যাণ সহকারি শিরিনা খাতুন, উপজেলা তথ্য কেন্দ্রের তথ্য সেবা সহকারি শামীমা সুলতানা, বিদিশা রপ্তান প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ব্রেকিং দ্য সাইলেন্সের সাতক্ষীরা অফিসের অফিস ইনচার্জ মো. শরিফুল ইসলাম, নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের প্রজেক্ট অফিসার মোছা. সাজেদা হোসেন, কমিউনিটি সোশ্যাল ওয়ার্কার মো. মনির হাসান, মো. সালাউদ্দীন ও হুমায়রা জামান।
ব্রেকিং দ্য সাইলেন্সের এ প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করা হয়। প্রকল্পের প্রজেক্ট অফিসার যৌন প্রজনন স্বাস্হ্য অধিকার ইস্যুতে নানাদিক তুলে ধরেন। উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডা. ফরহাদ জামিল বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠী সহ সকল শ্রেণী পেশার মানুষের সেবা দেওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা পিছিয়ে পড়া জনগোষ্ঠী কে সেবা দেয়ার ক্ষেত্রে আরও অগ্রাধিকার দিব। কায়পুত্র, ঋষি, রাজবংশী, পাড়ুই সম্প্রদায়ের মানুষেরা সচেতনতার অভাবে পিছিয়ে পড়েছে। এধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প এর মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠী খুব সহজেই অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হতে পারে।
নারী-কিশোরী ও গর্ভবতী মায়েদের কমিউনিটি ক্লিনিক থেকে যে সকল সেবা দেওয়া হয় সে সকল সেবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষেত্র নিশ্চিত করা সম্ভব হলে তারা উপকৃত হবে। সেক্ষেত্রে এই জনগোষ্ঠীকে অবশ্যই কমিউনিটি ক্লিনিকে আসতে হবে এবং সেবা গ্রহণ করতে হবে। বছরে এরকম ফ্রি মেডিকেল ক্যাম্প কয়েকটা করা হলে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য খুবই ফলপ্রসু হবে। আলীপুর ইউনিয়নের বিভিন্ন পিছিয়ে পড়া সম্প্রদায় থেকে মেডিকেল ক্যাম্পে আসার জন্য প্রকল্পের পক্ষ থেকে বিশেষ যানবাহনের ব্যবস্থা করা হয়। এছাড়া ইমার্জেন্সি রোগীদের উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। উৎসবমুখর পরিবেশের মাধ্যমে দিনব্যাপী ফ্রি এই মেডিকেল ক্যাম্পটি বিকাল ৪টায় শেষ হয়।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]