সাবেক স্বাস্থ্য মন্ত্রী ও বর্তমান সাংসদ ডা: আ. ফ. ম রুহুল হক এবং সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্যকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে। এনিয়ে এমপিদ্বয়ের পক্ষ থেকে সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। এদিকে, সদ্য আইডি খুলে এধরণের হুমকি দেওয়া ফেসবুক আইডির মালিকের খোঁজ নিচ্ছেন পুলিশ।
সোমবার (৯ আগস্ট) সকাল ১১টায় জেলা আইন-শৃংখলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখারও প্রস্তাব দেন।
গত রোববার দুপুরে ‘আজরায়ি জান নেই’ নামের আইডি থেকে ওই হুমকি দিয়ে তা বন্ধ করে দেয় হুমকিদাতা। একই প্রোফাইল পিকচার ঠিক রেখে ‘কালিমা মা’ ফেসবুক আইডি খুলে আবারও একইভাবে হুমকি দেয়া হয়।
এদিকে, সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান জানান, দু’দিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত কাজ চলছে। বিষয়টি তিনি সাইবার ইউনিটকে জানিয়েছেন। এছাড়া স্থানীয়ভাবে খোঁজ-খবর রাখা হচ্ছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]