রাজধানীর রমনা এলাকায় ট্রাক থেকে এক হাজার ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় তিন মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
রবিবার (১১ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালত আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। কারাদণ্ডের পাশাপাশি তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাস কারাদণ্ড দেওয়া হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- সাতক্ষীরার দক্ষিণ আলীপুর থানার আমির আলীর ছেলে মো. কাওছার আলী, একই এলাকার রেজাউল করিমের ছেলে মো. কামাল হোসেন এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানার একবরপুর গ্রামের জসিম উদ্দিনের ছেলে শফিকুল ইসলাম।
রায় ঘোষণার আগে তিন আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাদের আবারও কারাগারে নিয়ে যাওয়া হয়।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৭ সালের ১ মার্চ রাজধানী রমনা থানাধীন বাংলামোটর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এক হাজার ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো.আমিনুল ইসলাম রমনা মডেল থানায় মামলা করেন।
একই বছরের ২৭ মে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মুহাদ্দিন মোর্শেদ চৌধুরী তিন জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন। ওই বছরের ২৫ অক্টোবর তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালীন ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষ্য দেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]