নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দৃষ্টি আই হসপিটালে গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির কেঁড়াগাছি ইউনিয়ন শাখার সদস্যের নিয়ে চোখের প্রাথমিক রোগ ও আধুনিক চিকিৎসা বিষয়ক সিএমই প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ২টায় সাতক্ষীরা শহরের নারকেল তলা মোড়ে দৃষ্টি আই হসপিটালের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত প্রোগ্রামে সভাপতিত্ব করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের অফথালমোলজি বিভাগের কনসালট্যান্ট ডাঃ মোঃ মেহেদী হাসান।
হসপিটালের ম্যানেজার আহসান হাবিবের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন দৃষ্টি আই হসপিটালের কনসালট্যান্ট ডাঃ মীর আশরাফুল কবীর।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালের চক্ষু বিভাগের সহকারি রেজিস্ট্রার ডাঃ মোঃ গোলাম নকীব সজীব।
এ সময় আরও উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি গ্রাম ডাঃ নজরুল ইসলাম, কেঁড়াগাছি ইউনিয়ন কমিটির সভাপতি গ্রাম ডাঃ ইমাদুল ইসলাম, সাধারণ সম্পাদক গ্রাম ডাঃ আবু সাঈদ প্রমুখ।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]