মেহেদী হাসান শিমুল, সাতক্ষীরা: সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সানাপাড়ায় ইরিধান ক্ষেতে পানি দেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আনারুল ইসলাম (৫০) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে বলে খবর পাওয়া গেছে।
জানা গেছে, সানাপাড়ার মৃত আমের আলীর পুত্র হতদরিদ্র চা-বিক্রেতা আনারুল ইসলাম পাশ্ববর্তী বালুইগাছা গ্রামের লক্ষ্মণ পালের ইরিধানের ব্লকে ৮ কাঠা জমিতে ইরিধান চাষ করে।কিন্তু উক্ত জমিতে ঠিকমত পানি না দেওয়ায় (২ এপ্রিল) বুধবার দুপুর আনুমানিক ২টার সময় বালুইগাছা গ্রামের লক্ষ্মণ পালের স্ত্রী নমিতা পাল (৪০) ও তার পুত্র জয়পাল(২২)এর সাথে আনারুল ইসলামের কথা কাটাকাটি হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে জয়পাল ও তার মা নমিতা পাল কুপিয়ে আনারুল ইসলামকে হত্যা করে। এঘটনায় তাৎক্ষণিকভাবে ব্রহ্মরাজপুর পুলিশ ফাড়ীর টু আইসি এএসআই শিল্লুর রহমান অভিযান চালিয়ে ঘাতক নমিতা পাল ও তার স্বামী লক্ষ্মণ পালকে আটক করে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করে।
পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যান। এঘটনায় সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ অপারেশন সুশান্ত কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মুলঘাতক জয়পাল পালিয়ে গেছে। তাকে গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানিয়েছেন।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]