‘বাল্যবিবাহ যার হয়, জীবনভর তার দু:খ রয়।’ বাল্যবিবাহ প্রতিরোধ করুন, যৌতুককে না বলুন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস হাইস্কুলে বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা স্কুলের সহকারি প্রধান শিক্ষক অনুজিৎ কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। ঋশিল্পী ইন্টারন্যাশনাল অনলুস-এর সহযোগিতায় এডুকেশন সাপোর্ট প্রোগ্রাম ওই সভার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সনোজ কুমার বসু, আমিনুল ইসলাম, ডাবলু সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনিরুজ্জামান, দুখীরাম মন্ডল, সহকারি শিক্ষক এসএম শহীদুল ইসলাম, মো. নজিবুল ইসলাম, হাফিজুল ইসলাম, দেবব্রত ঘোষ, কনক কুমার ঘোষ, ভানুবতী সরকার, আজহারুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার মনিরুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে শিক্ষার আলোয় আলোকিত সমাজ বিনির্মাণের উপর গুরুত্বারোপ করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]