ফিরোজ হোসেন, সাতক্ষীরা : সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ যোগদান ও দায়িত্বভার গ্রহন করেছেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর কাছ থেকে এ দায়িত্বভার গ্রহন করেন। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌছালে কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচছা প্রদানের মাধ্যমে বরণ করে নেন। নবাগত জেলা প্রশাসক মোস্তাক আহমেদ জেলা প্রশাসক হিসেবে যোগদানের আগে মন্ত্রীপরিষদ বিভাগ তোষাখানা বিভাগের পরিচালকের দায়িত্ব পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সারোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষাও আইসিটি শেখ মঈনুল ইসলাম মঈনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে কর্মকর্তাদের সাথে মতবনিয়া সভায় অংশ নেন নবাগত জেলা প্রশাসক।
উল্লেখ্য গত মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ এর উপসচিব মুহাম্মদ ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সাতক্ষীরাসহ দেশের ৩৪ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ প্রদান করেন অন্তর্বর্তীকালীন সরকার।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]