সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং পদাধিকার বলে জেলা রোভারের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবিরকে ফুলেল শুভেচ্ছা প্রদান করেন জেলা রোভারের কর্মকর্তাবৃন্দ।
৩০ জুন বুধবার বেলা প্রায় ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে এ শুভেচ্ছা প্রদান করা হয়েছে। এ সময় ২০২০ সালে সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লাহ কলেজ মাঠে অনুষ্ঠিত রোভার মুট ও কমডেকার স্মরণিকা, স্কার্ফ ও ক্যাপ প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার আলহাজ্ব মো: ইমদাদুল হক, সাধারণ সম্পাদক ও সখীপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের সহকারী অধ্যাপক আলহাজ্ব এস এম আসাদুজ্জামান, রোভার স্কাউট লিডার ও সাতক্ষীরা সরকারি কলেজের সহকারী অধ্যাপক আ ন ম গাউছার রেজা, রোভার স্কাউট লিডার ও সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজের প্রভাষক মো: মনিরুজ্জামান (মহসিন), রোভার স্কাউট লিডার ও ভালুকা চাঁদপুর আদর্শ ডিগ্রি কলেজের শিক্ষক কাজী আব্দুস সবুর, জেলা রোভার নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা সিটি কলেজের সিনিয়র রোভারমেট উজ্জল মোল্লা, সাবেক রোভার প্রতিনিধি ও সাতক্ষীরা সরকারি কলেজের সিনিয়র রোভারমেট মো: ইয়াকুব আলী, রোভার আবির হোসেন, সীমান্ত আদর্শ কলেজের সিনিয়র রোভারমেট নাজমুল হোসেন, শেখ আমানুল্লাহ কলেজের সিনিয়র রোভারমেট আল্ শাহরিয়ার আকাশ, রোভার শেখ কাইয়ুম হোসেন এবং শহীদ স্মৃতি কলেজের রোভার শেখ শাহিল হোসেন।
এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমন বর্তমান সময়ে সারা দেশে অনেকগুন বৃদ্ধি পেয়েছে। আর সীমান্তবর্তী জেলা হিসেবে আমরা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছি। তাই স্বেচ্ছাসেবী, দক্ষ সংগঠন হিসেবে জাতির এমন ক্রান্তি লগ্নে রোভারদের ভূমিকা অপরিসীম।
সাতক্ষীরা জেলা রোভার এর সম্পাদক এস এম আসাদুজ্জামান প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রকাশক : আরিফ মাহমুদ, প্রধান সম্পাদক : কাজী আবু ইমরান, সম্পাদক : আবু রায়হান মিকাঈল
ফেসবুক পেইজঃ facebook.com/kalaroanewsofficial, ই-মেইল : [email protected]